নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সন্দ্বীপে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত গৃহহীন ও ভূমিহীন ২৪০ পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২২ মে) বিকেলে দীর্ঘাপাড় ইউনিয়নে শহীদ জব্বার আশ্রয়ণ প্রকল্পের এ ঘরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতা। এ উপলক্ষে প্রকল্প এলাকায় উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমার সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন মাহফুজুর রহমান মিতা এমপি, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তাশফিক সিব্বাত উল্যা, দীর্ঘাপাড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা বলেন, জননেত্রী শেখ হাসিনা এ দেশের অসহায় গৃহহীন মানুষের মুখে হাসি ফোটাতে তাদের আবাসনের ব্যবস্থা করছেন। এ সময় তিনি প্রকল্প এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ, প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাসহ দীর্ঘাপাড়কে লোনা পানির হাত থেকে মুক্ত করতে বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন।
চাটগাঁ নিউজ/এআইকে/এসএ