পড়া হয়েছে: 7
সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তমিজ উদ্দিন মুন্সি বাড়িতে হামিদা বেগম (৩০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটনা ঘটেছে।
আজ রবিবার (১৮ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত গৃহবধূ হামিদা বেগমের মরদেহ ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি রহস্যজনক হওয়ায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী তৈয়ব (৩৩) কে আটক করা হয়েছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমকেএম সফিকুল আলম চৌধুরী জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/আসির ফয়সাল/এমকেএন