সন্দ্বীপে গভীর রাতে চুরি করতে গিয়ে এক চোর ধরা

সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব আলম বাড়ির গভীর রাতে এক বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জড়িত চোর আইয়ুবকে (৫০)   আটক করে মারধর করেছে স্থানীয়রা।

বুধবার (৩১ অক্টোবর)  দিবাগত রাত আড়াইটার দিকে এই চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার গভীর রাতে ৪-৫ জনের স্বশস্ত্র চোরের একটি দল আলম বাড়ির এলাকার ডা: এছহাক উদ্দিন প্রকাশ বেচন ডাক্তারের ঘরে হানা দেয়। ওই ঘরের দরজা কেটে ভিতরে প্রবেশ করে এছহাকের মেয়ে ফাহিমা কক্ষে যায়। এসময় তার কক্ষ থেকে ১০ ভরি স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে যায়। বিষয়টি টের পেয়ে ফাহিমা চিৎকার করা শুরু করলে ঘরের সবাই উঠে যায়। এরপর অন্ধকারে চোরের দল একেকজন একেক দিকে চলে যায়।

এসময়  আইয়ুব দৌড়ে পালাতে গিয়ে বাড়ির গেইটের সাথে ধাক্কা লেগে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় বাড়ির লোকজন ও এলাকাবাসী মিলে তাকে ধরে ফেলে ও গণপিটুনি দেয়।বিষয়টি সন্দ্বীপ থানাকে জানানোর পর এস আই চয়ন দাশ গুপ্তের নেতৃত্বে পুলিশের একটি দল সরেজমিনে পরিদর্শন করে আটক আইয়ুবকে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ঘটনায় চুরি হওয়া ঘরের মালিক এছাহাকের ছেলে এডভোকেট আরিফ হোসেন আটক হওয়া আইয়ুব কে প্রধান আসামি করে অজ্ঞাত আরো ৪-৫ জনের বিরুদ্ধে  একটি এজাহার দায়ের করছেন বলে জানা গেছে।

সন্দ্বীপ থানার অফিসার্স ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, রাতে চুরি হওয়ার বিষয়ে খবর পাওয়ার পর পুলিশ পাঠিয়েছি। অভিযোগ বা এজাহার দায়েরের পর আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

চাটগাঁ নিউজ/ফয়সাল/জেএইচ

Scroll to Top