সন্দ্বীপে আজিমপুর ইউপি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ, সেবা প্রার্থীরা ভোগান্তিতে

সন্দ্বীপ প্রতিনিধি: স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। এই সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র স্থাপন করেছে। কিন্তু চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে এ কেন্দ্রের বাস্তব চিত্র ভিন্ন। দীর্ঘদিন ধরে আজিমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।

আজিমপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে প্রায় ১০ হাজার মানুষ বসবাস করেন। গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসার একমাত্র ভরসা ছিল ইউনিয়নের আজিমপুর হাইস্কুল সংলগ্ন স্বাস্থ্যকেন্দ্রটি। একসময় এখান থেকে মা ও শিশু স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি, পরিবার পরিকল্পনা পরামর্শসহ প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হতো।

কিন্তু স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকায় সাধারণ রোগীদের চিকিৎসার জন্য প্রায় ১০ কিলোমিটার দূরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থের ব্যয় বাড়ছে এবং রোগীরা নানা হয়রানির শিকার হচ্ছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, জরুরি মুহূর্তে চিকিৎসাসেবা না পেয়ে অনেক সময় রোগীর জীবনও ঝুঁকির মুখে পড়ছে।

সরেজমিনে দেখা গেছে, ১৮ ডিসেম্বর সকাল ১১:৩০ মিনিটে পাঁচতলা বিশিষ্ট আজিমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে গিয়ে প্রধান ফটক ও ভবন তালাবদ্ধ পাওয়া যায়। সেবা নিতে আসা রোগীরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

স্বাস্থ্যকেন্দ্রের পাশের বাসিন্দা শাহেনেওয়াজ বলেন, “আগে সপ্তাহে অন্তত চার-পাঁচ দিন চিকিৎসাসেবা পাওয়া যেত। ওষুধ না পেলেও চিকিৎসকের পরামর্শ মিলত। কিন্তু গত চার মাস ধরে কেন্দ্রটি পুরোপুরি বন্ধ। এখন চিকিৎসার জন্য দূরের শহরে যেতে হচ্ছে।”

এ বিষয়ে সন্দ্বীপ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ডা. নামজুল হাসান বলেন, “আমি বর্তমানে মিটিংয়ে আছি, পরে এ বিষয়ে কথা বলতে পারব।”

অন্যদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মানস বিশ্বাস জানিয়েছেন, “আজিমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটি আমাদের অধীনে নয়, এটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন।”

স্থানীয়দের দাবি, দ্রুত স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় চালু করে ইউনিয়নবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হোক।

চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন

Scroll to Top