সন্দ্বীপে অবৈধ ৩০ হাজার মিটার জাল ধ্বংস

সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাট সংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে অবৈধ জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্লাহর নেতৃত্বে এবং চট্টগ্রাম জেলার জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগমের দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সার্বিক সমন্বয় করেন সন্দ্বীপ উপজেলা মৎস্য অফিসার মো. আতিকুল্লাহ।

অভিযানকালে কোস্ট গার্ড পূর্ব জোন, সন্দ্বীপ স্টেশনের সহকারী কর্মকর্তা মো. সুজন আলী নিরাপত্তা সহায়তা প্রদান করেন। এছাড়া সীতাকুণ্ড উপজেলার উপজেলা মৎস্য অফিসার মোতাসিম বিল্লাহ এবং এটিএন বাংলার সাংবাদিক মীর এমদাদ আলী উপস্থিত ছিলেন।

অভিযানে সমুদ্র তীরবর্তী এলাকা থেকে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল খুঁটিসহ অপসারণ করা হয়, যার আনুমানিক মূল্য সাড়ে চার লক্ষ টাকা। অপসারিত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের অভিযান ইলিশসহ সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ, টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন

Scroll to Top