সন্দ্বীপের বেড়িবাঁধ দখল করে গবাদিপশুর ঘর, পর্যটনে ভাটা

সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ১৬ নম্বর সারিকাইত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এবং ১৭ নম্বর মগধরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ব্লক বেড়িবাঁধের ওপর গবাদিপশুর ঘর নির্মাণ করে তা দখল করে রেখেছে স্থানীয় কিছু বাসিন্দা।

সরেজমিনে দেখা গেছে, চরাঞ্চলের কিছু মানুষ বেড়িবাঁধের ওপর গরু, ছাগল ও ভেড়ার ঘর নির্মাণ করেছেন। এতে শুধু বেড়িবাঁধের সৌন্দর্যই নষ্ট হচ্ছে না, বরং গবাদিপশুর বিষ্ঠা ও দুর্গন্ধে পর্যটকদের ভ্রমণ আগ্রহও কমে যাচ্ছে।

উল্লেখ্য, দক্ষিণ সন্দ্বীপে ছুটির দিনে নানা এলাকা থেকে আগত পর্যটকরা বেড়িবাঁধের সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেন। কিন্তু বর্তমানে ব্লকের ওপর পশুর ঘর ও অপরিচ্ছন্ন পরিবেশ পর্যটকদের বিমুখ করছে।

সরকার ২০১৯-২০ অর্থবছরে সন্দ্বীপকে নদীভাঙন ও জলোচ্ছ্বাস থেকে সুরক্ষিত রাখতে প্রায় ১৯৮ কোটি টাকা ব্যয়ে ব্লক বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করে, যা এখনো চলমান রয়েছে। অথচ সেই উন্নয়ন প্রকল্পের জায়গা দখল করে নির্মিত হচ্ছে অবৈধ স্থাপনা।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী (এসও) আরিফুল ইসলাম বলেন, ব্লকের ওপর গরু-ছাগলের ঘর নির্মাণ বেআইনি। ইতোমধ্যে গবাদিপশু মালিকদের নোটিশ দেওয়া হয়েছে। প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে। অচিরেই এসব অবৈধ দখল উচ্ছেদ করা হবে।

স্থানীয় সচেতন মহল বলছে, বেড়িবাঁধের সৌন্দর্য ও কার্যকারিতা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে উন্নয়ন প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হবে সন্দ্বীপবাসী।

চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন

Scroll to Top