রাঙ্গুনিয়া প্রতিনিধি: ক্রাইমজোন হিসেবে খ্যাত রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা মীরেরখীলে আবারও পুলিশ বিট পুনঃস্থাপিত হতে যাচ্ছে। এই লক্ষে সম্প্রতি বিট স্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। নির্ধারিত ভবনের কাজ শেষ হলে বিটের কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
এদিকে আইনশৃঙ্খলা বিষয়ে এলাকার জনসাধারণের সাথে নিয়মিত মতবিনিময় করে যাচ্ছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ৷ জোরদার করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহল-অভিযান কার্যক্রম। সম্প্রতি সরফভাটা মীরেরখীল বাজারে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মতবিনিময় সভায় বক্তব্যে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বিপথগামীদের সন্ত্রাস ছেড়ে শান্তির পথে আসার আহবান জানান।
এলাকার বাসিন্দাদের সহায়তা কামনা করে ওসি আরও বলেন, মাদক সংক্রান্ত যেকোন ধরণের তথ্য, অবৈধ অস্ত্রের তথ্য, সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত সংগঠনের তথ্য, চাঁদাবাজদের নামের ঠিকানা, ওয়ারেন্ট ও সাজা আসামীদের অবস্থান সংক্রান্ত তথ্য, বাল্যবিবাহ বিষয়ক তথ্য, অবৈধ কার্যক্রম সংক্রান্ত তথ্য, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত ব্যক্তিদের তথ্য, ইভটিজারকারীদের বিষয়ে তথ্য, কিশোর গ্যাং এর সাথে জড়িতদের তথ্য ও এলাকায় অপরিচিত মানুষের অবস্থান সংক্রান্ত তথ্য প্রদানের জন্য অনুরোধ জানান। এসময় তথ্য দাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দেন। এই সংক্রান্ত একটি প্রচারপত্রও তিনি বিতরণ করেন।
উল্লেখ্য সরফভাটা মীরেরখীল এলাকায় খুন, ডাকাতি, চাঁদাবাজি, মারামারি, ছিনতাই, অপহরণসহ নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে একাধিক সন্ত্রাসী গ্রুপ। সাম্প্রতিক সময়ে বোয়ালখালী সীনান্তে রাঙ্গুনিয়ার মারমা যুবক খুন, মীরেরখীল বাজারে আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে খুন, লেবু ব্যবসায়ীকে হাত কেটে বিচ্ছিন্ন করা, কয়েকজন খামারিকে কুপিয়ে যখম করা, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কার্যক্রমে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ওঠেছে। অর্ধ শতাধিক পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে সন্ত্রাসীদের ভয়ে। তাই পুলিশ ও জনতা একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এই সন্ত্রাসী চক্রকে সমূলে উৎখাত করার আহবান জানান ওসি এটিএম শিফাতুল মাজদার।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন