চাটগাঁ নিউজ ডেস্ক: সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহর। বুধবার (২৭ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়ার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রাম আদালতে হত্যার শিকার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারতে গিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। জেয়ারত শেষে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বহরে থাকা একটি গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে কোনো হতাহত হয়নি। তবে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাকটি লোহাগাড়া থানা পুলিশ আটক করেছে।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার মুমিন ফরহাদ বলেন, আমরা এ ঘটনায় ওই ট্রাকটিসহ চালককে আটক করে থানায় নিয়ে এসেছি। হত্যাচেষ্টার যে অভিযোগ যেসসব বিষয়ে আমরা তাকে জিজ্ঞেসাবাদ করছি।
তবে এ বিষয়টিকে সাধারণ দুর্ঘটনা মানতে নারাজ নেটিজেনরা। এটি পরিকল্পিত হত্যচেষ্টা বলে আখ্যায়িত করছেন কেউ কেউ। এ নিয়ে ফেসবুকে ক্ষোভ ঝাড়তে দেখা যাচ্ছে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরও।
বুধবার রাত ১০টায় চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বিষয়টি নিয়ে ফেসবুকে লাইভে আসেন। ওই লাইভের শিরোনামে তিনি হত্যচেষ্টার অভিযোগ করে লিখেছেন, আমাদের নিরাপত্তা ঝুঁকি আছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের কবর জেয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় আমাদেরকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়।
চাটগাঁ নিউজ/জেএইচ