চাটগাঁ নিউজ ডেস্ক : সড়ক দুর্ঘটনায় গুরুত্বরভাবে আহত চট্টগ্রাম আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক আবদুল আউয়াল বাবু মারা গেছেন।
গতকাল শুক্রবার (১৭ মে) রাত ১১,১৫ মিনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য ৫ মে সোমবার বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ২য় টি-টোয়েন্টি ম্যাচ শেষে সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে বাসায় ফেরার পথে পিছন দিক থেকে আসা একটি লেগুনা তাকে বহনকারী রিক্সাকে প্রচন্ডভাবে ধাক্কা দিলে আউয়াল বাবু ছিটকে পড়ে মাথায় মারাত্মকভাবে আঘাত পান। এর ফলে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। পরবর্তীতে দীর্ঘ সাড়ে তিন ঘন্টা অপারেশনের পর বাবুর মস্তিষ্কের রক্তক্ষরণ বন্ধ করা হলেও তাকে বাঁচানো সম্ভব হল না।
আবদুল আউয়াল বাবুর মৃত্যুতে মাঠের লড়াই সম্পাদক আলী আব্বাস ও নির্বাহী সম্পাদক মোহাম্মদ ফারুক গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
চাটগাঁ নিউজ/এসআইএস