সড়কে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

চাটগাঁ নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে শ্যামলী ও এনা পরিবহনের যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে শ্যামলী পরিবহনের সুপারভাইজার ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান (৫৫) এবং সিলেটের ওসমানীনগর উপজেলার করুয়া এলাকার বাসিন্দা বকুল রবিদাশ (২৬)। আহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শ্যামলী পরিবহনের বাসটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে এবং এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। ওসমানীনগর উপজেলার দয়ামীর কোনাপাড়া এলাকায় পৌঁছালে বাস দুটি মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় একই ঘটনায় ইউনিক পরিবহনের একটি বাসও দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে ওসমানীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ৫ জনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনায় কবলিত বাস পুলিশ হেফাজতে রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top