সড়কে পড়ে থাকা অসুস্থ দুই শিশুকে আশ্রয় দিল সিএনজি চালক
চলছে বাবা মায়ের খোঁজ

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশে পড়ে থাকা অসুস্থ দুই শিশুর ঠাঁই হলো স্থানীয় এক সিএনজি চালকের ঘরে। ফলে শীতের কনকনে হাওয়া থেকে সাময়িক মুক্তি মিলেছে তাদের।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটার পিএবি সড়কের পাশে তাদের দীর্ঘক্ষণ বসে থাকতে দেখা গিয়েছিল। পরে তাদের ছবি তুলে স্থানীয়রা ফেসবুকে শেয়ার করে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করে।

এ সময় কনকনে শীতে আয়শা (৪) নামের শিশুটি তার ভাই মোরশেদকে (২) বুকে আগলে ধরে রাখতে দেখা যায়। ঠান্ডায় জমে গিয়ে শিশুটি ঠিকঠাক কথা বলতে পারছিল না। পরে স্থানীয় হাজিগাঁও ঝিওরি গুচ্ছগ্রামের সিএনজি চালক মহিম উদ্দিন তাদের বাসায় নিয়ে গিয়ে গরম পানি দিয়ে গোসল করিয়ে খাওয়া-দাওয়া করানোর পর কিছু স্বাভাবিক হয়ে কথা বলতে শুরু করে।

পরে শিশু আয়শা জানায়, তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকানে। তার নাম আয়শা ও ভাইয়ের নাম মোরশেদ। বাবার নাম খোরশেদ আলম এবং মায়ের নাম ঝিনুক। মা-বাবার কাছ থেকে এনে তাদের খালা তাদেরকে সড়কে রেখে চলে গেছে।

আশ্রয়দাতা মহিম উদ্দিন বলেন, সন্ধ্যার পরও শিশু দুইটিকে সড়কের পাশে কনকনে শীতে বসে থাকতে দেখে লোকজন ভিড় করে, পরে আমিও সেখানে গেলে শিশু আয়শার সাথে কথা বলে বিস্তারিত জানার পর আমার বাসায় নিয়ে আসি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি অবহিত করি। পরে প্রশাসন আজ (সোমবার) তাদের চিকিৎসার জন্য মেডিকেলে প্রেরণ করে।

মহিমের স্ত্রী শারমিন আক্তার বলেন- দুই শিশুই খুব অসুস্থ, ছোট শিশুটি প্রতিবন্ধি। রাতে তাদেরকে গরম পানি দিয়ে গোসল করিয়ে খাবার খাওয়ানোর পর তারা কথা বলতে পারছে। আমাদের ধারণা শিশু দুইটি অসুস্থ হওয়ায় মা-বাবা এমন কাজ করেছে।

জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, অজ্ঞাত দু’জন শিশুকে পাওয়ার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাদের বাড়ি সাতকানিয়ায় জানা গেছে। তাদের বাবা-মাকে খোঁজার চেষ্টা চলছে।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, সড়কের পাশে পাওয়া দুই শিশুকে উদ্ধার করে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সেইভহোমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এজন্য পুলিশ প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তিনি আরো জানান, আপাতত তাদের মেডিকেলে পাঠানো হয়েছে। ডাক্তাররা জানান ছোট শিশুটি অসুস্থ বেশি। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ

Scroll to Top