সিপ্লাস ডেস্ক: সাধারণ মানুষ সচেতন হলে ডেঙ্গু সহ বিভিন্ন মহামারী রুখে দেওয়া সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে মিথ্যা আশ্বাস বা কথার ফুলঝুরি না ফুটিয়ে সরকারি – বেসরকারি সেবা সংস্থা গুলোকেও আরও কার্যকরী ভূমিকা পালন করতে হবে। স্থানীয় ভাবে সামাজিক – সাংষ্কৃতিক সংগঠন গুলো সামাজিক কাজ থেকে দূরে সরে যাচ্ছে। যা সমাজের জন্য অশনী সংকেত।
সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন গুলোকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। স্যালাইন, প্যারাসিটামল সহ ডেঙ্গু সম্পৃক্ত ওষুধের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। একই সাথে কৃত্রিম সংকট সৃষ্টিকারী ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নগরীর ৩৭ নং উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডে যুব ব্রিগেড চট্টগ্রাম এর উদ্যোগে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক প্রচার অভিযান কার্যক্রমে উপরোল্লিখিত বক্তব্য প্রদান করেন।
এ সময় বক্তারা প্রত্যেকটি এলাকায় এ ধরনের সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান।
যুব ব্রিগেড চট্টগ্রাম এর সদস্য সচিব খোকন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রচার অভিযান কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম সিজিপি ওয়াই এর প্রধান ইয়ার্ড মাস্টার আব্দুল মালেক, বন্দর উত্তর আবাসিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল করিম বাবু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ- ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান কামাল, যুব ব্রিগেড চট্টগ্রাম এর কর্মসূচী সমন্বয়ক সঞ্জয় বড়ুয়া, সদস্য রমজান খান,ফেরদৌস আল মাহমুদ, নাবিল আহমেদ।
স্থানীয় এলাকাবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন জাফর হোসেন ডালিম, সোহাগ ফকির, মোহাম্মদ সোহেল হাসান, গোপাল দাশ, মোঃ মনির হোসেন, মোঃ মহিউদ্দিন প্রমুখ।