চাটগাঁ নিউজ ডেস্ক: সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রস্তুতকৃত প্রাথমিক তদন্ত প্রতিবেদন আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেয়া হবে। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি প্রতিবেদনটি নির্ভুল তদন্তের স্বার্থে কিছু আলামত বিদেশে পরীক্ষা নিরীক্ষার জন্যও পাঠানো হতে পারে।
রবিবার (২৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে স্থাপিত অস্থায়ী মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
আজাদ মজুমদার বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন—আগামীকাল (সোমবার) তারা প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদনটি হস্তান্তর করবেন। তদন্তকাজ এই মুহূর্তে সফলভাবে চলমান রয়েছে। তদন্তের অংশ হিসেবে তারা প্রয়োজনীয় যাবতীয় আলামত সংগ্রহ করেছেন। এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ওনারা যদি প্রয়োজন মনে করেন, কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন।
এক প্রশ্নের জবাবে উপ-প্রেস সচিব বলেন, উপযুক্ত সময় এলে তদন্তের বিষয়ে কমিটি নিশ্চয়ই বিস্তারিত জানাবেন। ওনারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের আলামতগুলো সংগ্রহ করেছেন। এর মধ্যে কিছু কিছু আলামত ওনারা প্রয়োজন মনে করছ্নে যে সঠিক ফলাফল পাওয়ার জন্য বাংলাদেশের বাইরে থেকে আলামতগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হলে নিঃসন্দেহ হওয়াটা তাদের জন্য সহজতর হবে।
প্রাথমিক প্রতিবেদন মিডিয়াকে অবহিত করা হবে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবেন। তিনি সিদ্ধান্ত নেবেন এটা নিয়ে কী করবেন সেই বিষয়ে।
চূড়ান্ত প্রতিবেদনে বিলম্ব হবে কিনা- সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, তাদের প্রাথমিক প্রতিবেদন দেওয়ার জন্য তিন দিন সময় দেওয়া হয়েছে। এরপর প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা বসে ঠিক করবেন তদন্তটা সম্পন্ন করতে কতদিন সময় লাগবে। এ বিষয়ে এখনই নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না।
চাটগাঁ নিউজ/ইউডি