চাটগাঁ নিউজ ডেস্ক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সচিবালয়ে নিজ দপ্তরে অবরুদ্ধ করে রেখেছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। এ সময় কর্মচারীরা বেতনের ২০ শতাংশ ভাতার দাবি জানাতে থাকেন।
আজ বুধবার দুপুর আড়াইটার পর থেকে কর্মচারীরা দলবেঁধে এসে সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন। এসময় তারা সচিবালয়ের ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
তারা জানিয়েছেন, সচিবালয় ভাতার গেজেট জারি করা ছাড়া তারা যাবেন না। সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বদিউল কবিরের নেতৃত্বে কর্মচারীরা উপদেষ্টাকে অবরুদ্ধ করে রেখেছেন।
অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নিয়ে হ্যান্ডমাইকে ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।
তারা বলেন- উপদেষ্টা, মন্ত্রী ও সচিবরা রাতে যতক্ষণ অফিসে থাকেন, ততক্ষণ তাদেরও থাকতে হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পে-স্কেলের বাইরে নানা ধরনের ভাতা পেলেও তারা বঞ্চিত। সে কারণে ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে এই আন্দোলন।
সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩০০ থেকে ৪০০ নন-ক্যাডার কর্মচারী এতে অংশ নিয়েছেন বলে জানা গেছে।
চাটগাঁ নিউজ/জেএইচ







