পড়া হয়েছে: 20
চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের লাভ লেইন মোড় থেকে ঝটিকা মিছিলের পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে ১৫ থেকে ২০ জন যুবক এ মিছিল বের করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ওই মিছিলে আনুমানিক ১৫ থেকে ২০ জন যুবক ছিলেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম বলেন, মিছিলের ভিডিও ফুটেজ দেখে তিনজনকে শনাক্ত করি। এরপর বিকেলে লাভ লেইন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেছে। মিছিলে অংশ নেওয়া বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
চাটগাঁ নিউজ/এসএ