চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম হাটহাজারী উপজেলার সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের সংগঠন হাটহাজারী সমিতি আরব আমিরাত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৭ইং) এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) রাতে আমিরাতের আজমান প্রদেশের কাচ্চি ডাইন রেস্টুরেন্টের হল রুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। সংগঠনের সদস্য, ইউএই’র সকল প্রদেশ থেকে হাটহাজারী প্রবাসী এবং কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান পরিণত হয় এক মিলনমেলায়।
উদযাপন কমিটির আহ্বায়ক আলহাজ্ব শাহাজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহেদুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইসমাইল গনি চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপ্লাস টিভির এডিটর ইন চিফ আলমগীর অপু, শাহাদাত হোসেন, আরশাদ হোসেন হিরু, আলহাজ্ব আজম খান, কাজী মোহাম্মদ আলী, আমির হোসেন, প্রতিষ্ঠা সভাপতি নজরুল হাসান, আনসারুল হক আনসার সিআইপি, জাহাঙ্গীর আলম, তাজ উদ্দিন, জসিম উদ্দিন পলাস, আব্দুল মান্নান, সানাউল্লাহ সিআইপি, মোহাম্মদ মহিউদ্দিন, শাহাদাত হোসেন বাবু, হাজী সেলিম সি আই পি, এনামুল হক এনাম, এনামুল হক চৌধুরী, আহাসান বাবর, ফরিদ সিকদার, মৌলানা দিদারুল আলম দিদার, মোহাম্মদ সেলিম ও এটিএন বাংলার সাংবাদিক আলি আসগর।
এসময় সংগঠনের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন সিআইপি নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সদ্য বিদায়ী কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াকুব, সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম আজিজ। আর নির্বাচিত কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জমির উদ্দিন, সাধারণ সম্পাদক খোরশেদ মোবারক, সাংগঠনিক সম্পাদক রুবেল পারভেজ সুমন।
পরিশেষে মোহাম্মদ জমির উদ্দিনকে সভাপতি, খোরশেদ মোবারককে সাধারণ সম্পাদক, রুবেল পারভেজ সুমনকে সাংগঠনিক সম্পাদক ও শাহাদাত হোসেন শাহেদকে অর্থ সম্পাদক করে ৯১ সদস্য কার্যকরি কমিটি ঘোষণা করা হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন