চাটগাঁ নিউজ ডেস্ক : ‘আমাদের সংবাদমাধ্যমকে কর্পোরেটমুক্ত গণমাধ্যম হতে হবে। দেশের প্রায় সবগুলো গণমাধ্যম বড় বড় শিল্প গ্রুপের স্বার্থ রক্ষার জন্য কাজ করে। এখানে মুক্ত গণমাধ্যমের চর্চা করা যায় না। অনেক সময় তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে সংবাদমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে শিল্প মালিকরা। ’
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মেট্টােপলিটন সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় প্রেস ইনস্টিটিউিট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘রাষ্ট্র রূপান্তরের সময়ে সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
এর আগে পিআইবি আয়োজিত তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং এবং মাল্টিমিডিয়া জার্নিলিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী ৭০ জন সাংবাদিককে সনদ প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা এ সমস্ত মিডিয়ায় স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারেনা। তাঁরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য অনেক সময় মুক্ত সাংবাদিকতার পথে বাধা হয়ে দাঁড়ায়। এসব শিল্প গ্রুপের বিরুদ্ধে গেলেই তারা সেখানে হস্তক্ষেপ করেন এবং মুক্ত সাংবাদিকতাকে আটকে দেন।
তাঁরা আরও বলেন, পুরনো স্টাইলের সাংবাদিকতা পরিহার করে আমাদেরকে স্বাধীন শক্তিশালী সংবাদমাধ্যম গড়ে তোলার লক্ষে কাজ করতে হবে। সংবাদমাধ্যম সবসময় গণমানুষের কন্ঠস্বর হিসেবে কাজ করে। এটি কখনো নির্দিষ্ট ব্যক্তি বা কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করেনা। বিগত ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক ট্রাম্প কার্ড খেলে সংবাদমাধ্যমকে গণমানুষের মুখপত্র থেকে নিজের দলের এবং মতাদর্শের মানুষের মুখপত্র বানিয়েছিল। ৫ আগস্ট আমাদেরকে নতুন করে কথা বলার স্বাধীনতা এনে দিয়েছে। এখন আমাদের সত্য প্রকাশ করার সময়। স্বাধীন সাংবাদিকতার সত্য ধারণ করে মুক্ত গণমাধ্যম গড়ে তোলার সময়।
পিআইবির পরিচালক পারভীন সুলতানা রাব্বীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ, ইউনিয়নের সাবেক সভাপতি সামসুল হক হায়দারী, সাধারণ সম্পাদক সালেহ নোমান, সাংবাদিক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আর রাজী, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের গণমাধ্যম সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সুমন রহমান।
চাটগাঁ নিউজ/এসএ

 
															
 
								




