সংঘাত ও বাঁধাহীন উৎসবমুখর ভোট চাই প্রার্থী ও ভোটাররা- মোমবাতি প্রতীকের প্রার্থী

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রাম -৭ (রাঙ্গুনিয়া- বোয়ালখালী আংশিক) সংসদীয় আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী এডভোকেট এম ইকবাল হাছান অব্যাহতভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সোমবার উপজেলার ইসলামপুর, গাবতল, রাজানগরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। পরে রানীরহাট বাজার চত্ত্বরে পথসভায় বক্তব্য দেন তিনি।

বক্তব্যে তিনি বলেন, “প্রার্থী ও ভোটাররা উৎসব মুখর পরিবেশ চাই। কোন সংঘাত ও বাঁধা চাই না। দেশের প্রতিটি নাগরিক তার ভোটাধিকার পছন্দের প্রার্থীকে দিতে চাই।”

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এনামুল হক সিদ্দিকী, উত্তর জেলা ইসলামী ফ্রন্ট সদস্য দিদারুল আলম, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মাওলানা করিম উদ্দীন নূরী, সচিব মাহমুদুর রশিদ মাসুদ, উপজেলা ইসলামী ফ্রন্ট সহ সভাপতি করিম উদ্দীন হাছান, সহ সাংগঠনিক সম্পাদক কাজী আইয়ুব, অর্থ সম্পাদক সালাউদ্দিন নেজামী, মাওলানা মোজাম্মেল হোসাইন নঈমী, রাজানগর ইসলামী ফ্রন্ট সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মাওলানা কোরবান আলী, যুবসেনা

চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক এইচ এম শহীদুল্লাহ্, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ইদ্রিস, যুবসেনা রাঙ্গুনিয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ তারেক, রাজানগর যুবসেনা সভাপতি হাফেজ আনোয়ার, সাধারণ সম্পাদক সাঈদুল হক, ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা সহ সভাপতি আবদুল খালেক, অর্থ সম্পাদক রবিউল মোস্তফা রাফি, ছাত্রসেনা রাঙ্গুনিয়া উত্তর সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আবদুর রশিদ, রাজানগর ছাত্রসেনা সভাপতি মুহাম্মদ জমির উদ্দীন, ইসলামপুর ছাত্রসেনা সভাপতি আবু তৈয়ব প্রমুখ।

Scroll to Top