চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলটির দুই কেন্দ্রীয় নেতার অনুসারীদের মধ্যে আজ বিকেলে রক্তক্ষয়ী সংঘর্ষের পর কেন্দ্র থেকে সন্ধ্যায় এ ঘোষণা এসেছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
সংঘাতের প্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে কী না জানতে চাইলে তিনি বলেন, ‘কমিটি বিলুপ্ত করা হয়েছে, এটুকুই আমার বক্তব্য।’
এর আগে আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের রাউজান উপজেলায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার এবং দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গোলাম আকবর খোন্দকারসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। গোলাম খোন্দকারের গাড়ি ভাংচুরের পাশাপাশি কয়েকটি যানবাহনে আগুনও দেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ