সংঘর্ষের জেরে স্থগিত চবির সকল পরীক্ষা 

চাটগাঁ নিউজ ডেস্ক:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় জোবরা গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষের জেরে আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) চবির পূর্ব নির্ধারিত সকল পরীক্ষা স্থগিত করেছে চবি কর্তৃপক্ষ।

আজ রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। পাশাপাশি স্থগিত হওয়া পরীক্ষাসমূহের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকায় এক ছাত্রীকে হেনস্তার জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।

পরে আজ রোববার বেলা ১২টার একই এলাকায় ফের সংঘর্ষ শুরু হয়। এরপর ঘটনাস্থলে চবি উপ-উপাচার্য, প্রক্টর-সহ শতাধিক শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ সেপ্টেম্বর রাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে কর্তৃপক্ষ। চালানো হচ্ছে যৌথবাহিনীর অভিযান। ক্যাম্পাস ও এর আশপাশে চলছে পুলিশের টহল।

শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসের পরিস্থিতি এখনও থমথমে রয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top