চাটগাঁ নিউজ ডেস্ক: সমাজসেবক, সংগঠক ও লেখক মুসলেহ্উদ্দিন মুহম্মদ বদরুল আর নেই। শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ১৮ মিনিটে নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন ( ইন্নাহ…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর প্রকাশিত বই ‘অবসরে অন্তহীন ভাবনা’, ‘আমার দেখা আরব আমিরাত’ ইত্যাদি।
মৌলভি মুহম্মদ হাফিজুর রহমান বিএবিটির চতুর্থ ছেলে মুসলেহ্উদ্দিন মুহম্মদ বদরুল মোহাম্মদপুর মহিউল উলুম দাখিল মাদ্রাসা ও মোয়াজ্জিন বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি ছিলেন। তিনি কচিকাঁচার মেলার অন্যতম সংগঠক, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপক, মোহাম্মদপুর তারুণ্য সংসদের প্রধান উপদেষ্টা, মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাক্তন ছাত্র /ছাত্রী পরিষদের সহ-সভাপতি এবং রাউজান ক্লাবের দাতা সদস্য। রাজনীতিবিদ মুসলেহ্ উদ্দিন মুহাম্মদ বদরুল রাউজান ক্লাব পরিচালিত হাফিজুর রহমান বিএবিটি স্মৃতি বৃত্তির কো-অর্ডিনেটর ছিলেন। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
মরহুমের প্রথম জানাজা বাদে জোহর রাউজান মুহাম্মদপুর মুহিউল উলুম দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের সন্তান মৌলানা জুবায়ের হাফিজ জানাজায় ইমামতি করেন।
জানাজায় সমবেত মুসল্লিদের উদ্দেশে মরহুমের কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মো. মিজানুর রহমান, অধ্যাপক নজিরুল হক, নানুপুর স্কুলের সাবেক শিক্ষক মাহবুবুল আলম, সাবেক চেয়ারম্যান মেজবাহউদ্দিন আকবর, ডা. ওমর ফারুক, চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ আবুল হাসান, অধ্যাপক সেলিম নওয়াজ, মরহুমের ভাই সরোয়ার উদ্দিন মুহাম্মদ খসরু, হেলালউদ্দিন মুহাম্মদ কমরুল, ভগ্নিপতি আজম খান, মো. ফরিদ, আলী মাহবুব প্রমুখ।
উপস্থিত ছিলেন মো. ইমরুল কায়েস শাহিন, আবদুল্লাহ আল ফরহাদ, অ্যাডভোকেট মইনুল আলম চৌধুরী টিপু, এসএম মোরশেদ আলম চৌধুরী, নানুপুর উচ্চ আবু সোবহান স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান, শরীফ ছিদ্দিকী, মো. জুনায়েদ হাফিজ, মৌলানা মুহাম্মদ জমির উদ্দিন, মৌলানা মুহাম্মদ আবুল কালাম, মৌলানা আব্দুল নূর, মৌলানা আবদুল্লাহ আল মারুফ, জসিম সিকদার, হাসান মোহাম্মদ জসিম, রাকিব সরোয়ার, মোয়াজ্জিন বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক কামরুল ইসলাম সেলিম, হাসান মোহাম্মদ মোরশেদ, গোলাম মামুন জাবু, সাংবাদিক খোরশেদুল আলম শামীম, মইনুদ্দিন কাদের লাভলু, আল রাহমান, মো. শফি আলম, মোহাম্মদ আলী সিদ্দিকী, ইউসুফ আল মামুন, মায়মনউদ্দিন, মহিউদ্দিন, শাহনেওয়াজ, ফোরকান কবীর, মো. রেজাউল করিম, তানভীর, তাহসিন, মুনতাসির, বায়জিদ হাফিজ সহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী।
বিকেলেই মোয়াজ্জিন বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
চাটগাঁ নিউজ/ইউডি