চাটগাঁ নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, ভারত তার মায়ের জীবন বাঁচিয়েছে। এজন্য মোদীর সরকারের প্রতি তিনি চিরকৃতজ্ঞ।
ভারতের এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারটি এনডিটিভিও প্রকাশ করেছে।
জয় বলেন, ভারত সবসময়ই আমাদের ভালো বন্ধু। সংকটের সময় ভারত মূলত আমার মায়ের জীবন বাঁচিয়েছে।’
গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা হয়েছিল দাবি করে জয় আরও বলেন, আমার মায়ের জীবন বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী মোদীর সরকারের প্রতি আমি চিরকৃতজ্ঞ।
গত বছরের জুলাইতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। প্রথমে এই আন্দোলন ছিল একেবারেই শান্তিপূর্ণ। কিন্তু আওয়ামী লীগ সরকার তার ছাত্র সংগঠন ছাত্রলীগকে শিক্ষার্থীদের দমনে মাঠে নামালে সহিংসতা শুরু হয়। পাশাপাশি হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের এক পর্যায়ে আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। তীব্র জনরোষের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের, শেখ হাসিনা পালিয়ে যান ভারতে।
জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সম্প্রতি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি তার মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড হয়েছে।
এএনআইয়ের সঙ্গে সাক্ষাৎকারে জয় দাবি করেন, বাংলাদেশের বর্তমান সরকার শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার সময় বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেনি।
যদিও শেখ হাসিনা পলাতক থাকায় তার পক্ষে আইনজীবী নিয়োগ দেয় রাষ্ট্র। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেনই বিচার প্রক্রিয়া ‘স্বচ্ছ’ ছিল এবং তিনি ‘চাপহীন দায়িত্ব পালন করেছেন’ বলে গণমাধ্যমে জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






