শ্রীলঙ্কাকে ২০০ ছুঁতে দেয়নি বাংলাদেশ

চাটগাঁ নিউজ ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি একাডেমিতে টস জিতে লঙ্কানদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে ২০০ রানের মধ্যে আটকে দিয়েছে বাংলাদেশি যুবারা। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ১৯৯ রান তুলেছে শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে ওয়াসি সিদ্দিকী ৩২ রানে ৩, মারুফ মৃধা ৩৪ রানে ২ ও মাহফুজুর রহমান রাব্বি ৪০ রানে ২ উইকেট নেন।

ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেয়েছিল শ্রীলঙ্কা। পুলিন্দু পেরেরা ও রভিশান ডি সিলভা উদ্বোধনী জুটিতে তোলেন ৩৭ রান। ইনিংস সর্বোচ্চ ২৮ রান করা পুলিন্দুকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মারুফ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন বাংলাদেশি বোলাররা।

লঙ্কান ব্যাটারদের সাতজন বিশোর্ধ্ব রান করলেও কেউই ৩০ রানের গণ্ডি টপকাতে পারেননি।

হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন লেগ স্পিনার ওয়াসি, সেটি না পারলেও তার আঁটসাঁট বোলিংয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা।

 

Scroll to Top