চাটগাঁ নিউজ ডেস্ক: নাটোরের কেন্দ্রীয় শ্মশানে এক বৃদ্ধকে হাত-বেঁধে হত্যার পর ভাণ্ডার ঘরের কাঁসার বাসনপত্র ও পূজার নানা উপকরণ লুট করার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে নাটোর জেলা শহরের বড়হরিশপুর এলাকায় কাশিমপুরে অবস্থিত কেন্দ্রীয় শ্মশানে এই ঘটনা ঘটে।
নিহতের নাম তরুণ দাস (৬৫)। তিনি শহরের আলাইপুর এলাকার কালী চন্দ্র দাসের ছেলে।
শ্মশান কমিটির সভাপতি সুবল দাস বলেন, শুক্রবার রাতে দুর্বৃত্তরা শ্মশানে ঢুকে তরুণ দাসের হাত-পা বেঁধে হত্যা করে। এরপর ভাণ্ডার ঘর থেকে কাঁসার পাতিল, গামলাসহ কাঁসা এবং পিতলের প্রায় চার মণ মালামাল চুরি করে নিয়ে যায়।
শ্মশান কমিটির সদস্য শংকর দাস বলেন, তরুণ দাস সেবায়েত বা প্রহরী ছিলেন না। তবে তিনি বহুদিন ধরে শ্মশানেই থাকতেন। তিনি সুস্থ স্বাভাবিক মানুষও ছিলেন না। সামান্য মানসিক সমস্যা তার ছিলো। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।
নাটোর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মাহাবুর রহমান বলেন, তদন্তে রাজশাহী থেকে সিআইডি এবং ক্রাইমসিন ইউনিট এসেছে। পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে।
চাটগাঁ নিউজ/জেএইচ