শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল একজনের

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীতে কক্সবাজারগামী একটি ট্রেনের ধাক্কায় শাহ আলম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তা মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম বাঁশখালী উপজেলার প্রেমবাজার পন্ডিতকাটা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে দুপুর সাড়ে ১২টার দিকে ছেড়ে যায় কক্সবাজার এক্সপ্রেস। ট্রেনটি কাপ্তাই রাস্তার মাথা এলাকায় যাওয়ার পথে রেল লাইন পার হওয়ার সময় ওই ব্যক্তিকে ধাক্কা দেয়।

ওসি বলেন, বলেন, তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি তার মেয়ের শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন বলে আমরা জানতে পেরেছি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top