শেষ রক্ষা হলো না বিতর্কিত সেই স্টেশন মাস্টারের, এবার বদলি পশ্চিমাঞ্চলে

নিজস্ব প্রতিবেদক:  দীর্ঘ ২০ বছর ধরে চট্টগ্রাম রেল স্টেশনে কাটিয়ে দেওয়া বিতর্কিত সেই স্টেশন মাস্টার (গ্রেড-৩) মো. শফিকুল ইসলামকে এবার রেলওয়ের পশ্চিমাঞ্চলে বদলি করেছে রেল কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (পার্সোনেল-৩) পলাশ কুমার সাহার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে বদলি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

অফিস আদেশ সূত্রে জানা যায়, প্রশাসনিক স্বার্থে পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলামকে মহাব্যবস্থাপক (জিএম) পশ্চিম এর নিকট ন্যস্ত করা হলো। অফিস আদেশে আরো জানানো হয়, বর্ণিত কর্মচারী ৯ এপ্রিলের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় ১০ এপ্রিল অপরাহ্ন হতে তাকে তাৎক্ষণিক অবমুক্ত গণ্য করা হবে।

রেল সূত্রে জানা যায়, বিভিন্ন বিতর্কের কারণে ২০২৪ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে কর্মরত স্টেশন মাস্টার শফিকুল ইসলামকে রেলপথ উপদেষ্টার সরাসরি নির্দেশে শাস্তি স্বরূপ নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেশনে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করা হয়। তবে রেল উপদেষ্টার চীন সফরকে কাজে লাগিয়ে অর্ডার অমান্য করে তাকে আবারো চট্টগ্রামে বদলির চেষ্টা করেন রেলওয়ে পূর্বাঞ্চলের চীপ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট (সিওপিএস) শহিদুল ইসলাম।

তবে বিষয়টি রেল উপদেষ্টার নজরে এলে রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের নির্দেশনায় আবারও সেই অফিস আদেশ বাতিল করেন সিওপিএস শহিদুল ইসলাম।

এ নিয়ে গত ২৭ মার্চ চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘চাটগাঁ নিউজে’  ‘‘রেলে অনৈতিক বদলি, চীনে বসেই রেল উপদেষ্টার তাৎক্ষণিক অ্যাকশন’’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। যা রেল পাড়ায় বেশ আলোচিত হয়।

চাটগাঁ নিউজ/এইচএস/জেএইচ

Scroll to Top