চাটগাঁ নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের আবেদন শেষ হওয়ার পরও চট্টগ্রামে কলেজ পাননি ৪৫৬ জন শিক্ষার্থী।
শুক্রবার (১২ জুলাই) রাতে একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে তৃতীয় বা শেষ ধাপের ফল প্রকাশিত হয়। ফল পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রামে এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১ লাখ ৩ হাজার ১৫৮ জন শিক্ষার্থী অনলাইনে আবেদন করেন। তাদের মধ্যে ১ লাখ ২ হাজার ৭০২জন কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। বাকি ৪৫৬ জন কলেজ পাননি। ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পাওয়া কেউ আছে কিনা সেটি অবশ্য এখনো জানাতে পারেনি চট্টগ্রাম শিক্ষাবোর্ড।
যদিও চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মোট পাস করেছেন ১ লাখ ২০ হাজার ১৮৯ জন শিক্ষার্থী। তবে চট্টগ্রামের ২৮৫টি সরকারি-বেসরকারি কলেজে আসন রয়েছে ১ লাখ ৬৭ হাজার। সেই হিসাবে সব শিক্ষার্থী ভর্তি হলেও ফাঁকা থাকবে প্রায় ৪৬ হাজার আসন।
কলেজে ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা এমন প্রশ্নে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক বলেন, ‘এই বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কলেজে ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’
কলেজ পরিদর্শক আরও বলেন, ‘আমরা চাই সব শিক্ষার্থীই কলেজে ভর্তি হোক। কেননা আমাদের পর্যাপ্ত আসন রয়েছে। তবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে সঠিকভাবে না করায় অনেকেই বাদ পড়েছে। আশা করছি আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এই শিক্ষার্থীদের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।’
চাটগাঁ নিউজ/এআইকে