শেষদিনে জমজমাট বিশ্বখ্যাত ‘ওয়ান বিলিয়ন ফলোয়ার্স সামিট’ 

চাটগাঁ নিউজ ডেস্ক: শেষদিনে জমজমাট সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বখ্যাত ওয়ান বিলিয়ন ফলোয়ার্স সামিট (1 Billion Followers Summit)। যেখানে অংশ নিয়েছেন সিপ্লাস টিভি ও চাটগাঁ নিউজের এডিটর ইন চীফ আলমগীর অপু।

সামিটের শেষদিন অর্থ্যাৎ ১১ জানুয়ারি (রোববার) তিনি ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছেন বিশ্বের বিখ্যাত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কার্যক্রম। সেই সাথে সেখানে অনুষ্ঠিত হওয়া বিশ্বের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সেশনগুলোও তিনি সিপ্লাস টিভির মাধ্যমে দর্শকদের দেখার সুযোগ করে দিচ্ছেন।

জানা গেছে, শুক্রবার- রবিবার (৯-১১ জানুয়ারি) তিন দিনব্যাপী Creators HQ-এর আয়োজনে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সামিটটি বিশ্বজুড়ে কনটেন্ট ক্রিয়েটর, ডিজিটাল মিডিয়া লিডার, ইনফ্লুয়েন্সার ও মিডিয়া উদ্যোক্তাদের জন্য অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। আয়োজকদের তথ্যমতে, এবারের সামিটে ১৫ হাজারেরও বেশি কনটেন্ট ক্রিয়েটর, ৩০ হাজারের বেশি অংশগ্রহণকারী এবং ৪ শতাধিক আন্তর্জাতিক বক্তা অংশ নিচ্ছেন, যা একে বিশ্বের অন্যতম বৃহৎ কনটেন্ট ক্রিয়েটর সম্মেলনে পরিণত করেছে।

এখানে কনটেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মিডিয়ার ভবিষ্যৎ, ক্রিয়েটর ইকোনোমি, মিডিয়া ইনোভেশন ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে বিভিন্ন সেশন, প্যানেল আলোচনা ও নেটওয়ার্কিং আয়োজন করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top