পড়া হয়েছে: ৩০
চাটগাঁ নিউজ ডেস্ক: শেরপুর জেলার নকলা থানার এক ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আমিনুল ওরফে লিটনকে (৩৬) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৭।
সোমবার নগরীর আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আমিনুল শেরপুর জেলার নকলা থানাধীন চকপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
র্যাব-৭ জানায়, শেরপুর জেলার নকলা থানায় ১৪ বছর আগের এক ডাকাতি মামলায় আমিনুলের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। গ্রেফতার এড়াতে তিনি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
পরে তাকে নকলা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
চাটগাঁ নিউজ/এমআর