নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের চকবাজার এলাকার ডিসি রোডের কালাম কলোনি এলাকার বাসিন্দারা দীর্ঘ এক মাস ধরে পানিবন্দি অবস্থায় পার করছেন মানবেতর জীবন। শুষ্ক মৌসুমেও নালার ও জোয়ারের পানিতে পুরো এলাকা প্রায় ডুবে থাকে হাঁটু পানিতে। এতে এ এলাকার বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন জায়গায় পানি জমে থাকায় সাধারণ মানুষ ও যান চলাচলে ব্যাঘাত ঘটছে। এমন পরিস্থিতিতে ভীষন কষ্ট ও দুর্ভোগে দিন পার করছেন এলাকার প্রায় ৩৫-৪০ হাজার বাসিন্দা। বিশেষ করে শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারছে না।
এ ব্যাপারে স্কুল পড়ুয়া এক শিক্ষার্থী বলেন, রাস্তায় হাঁটু পরিমাণ পানি জমে থাকায় আমরা ঠিকভাবে স্কুলে যেতে পারি না। এতে আমাদের পড়ালেখার খুবই ক্ষতি হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, নালার ও জোয়ারের পানি তাদের বাসা-বাড়িতেও ঢুকে পড়ছে। ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। স্থানীয়রা প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানালেও তাদের কষ্টের কথা কেউ শুনছে না।
তারা বলেন, আমাদের কষ্ট প্রশাসন চোখে দেখে না। প্রশাসনের কার্যকর পদক্ষেপ না নেওয়ার কারণে আমরা প্রতিদিনই দুর্ভোগের শিকার হচ্ছি। এই সমস্যার সমাধান না হলে যেকোন সময় বড় কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে।
বিষয়টি সম্পর্কে অবগত আছেন জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যার কথা প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছেছে। ফলে এই সমস্যা সমাধানে আমরা খুব দ্রুত কাজ করে যাচ্ছি।
মেয়র জানান, এলাকার পরিস্থিতি সরেজমিনে দেখতে সেনাবাহিনীর একটি টিমকে দায়িত্ব দেয়া হয়েছে, যারা জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন।
চাটগাঁ নিউজ/এসএ