নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সরকারি-বেসরকারি স্কুলগুলোতে পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে। আগামীকাল মঙ্গলবার ১২ নভেম্বর ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এবার নগরীর ১০টি সরকারি বিদ্যালয়ের পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত ২ হাজার ৪২৪টি শূন্য আসন রয়েছে। আবেদন পরবর্তী ডিসেম্বরে লটারি ও ভর্তির কার্যক্রম শেষে পয়লা জানুয়ারি থেকে শ্রেণি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে জেলা শিক্ষা অফিস।
অন্যদিকে, বেসরকারি বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্বকীয় ভাবে ভর্তির জন্য আবেদনপত্র গ্রহণ করছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিমধ্যে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এদিকে, ভর্তি মৌসুম শুরু হওয়ায় সন্তানদেরকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা। সন্তান কোথায় আবেদন করবে? কোথায় ভর্তির সুযোগ পাবে? এবারের লটারি কেমন হবে?-এমন হাজারো চিন্তায় নির্ঘুম রাত কাটছে তাদের।
চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা জানান, গত বছর ১০টি সরকারি বিদ্যালয়ে পঞ্চম থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের সংখ্যা ছিল ২ হাজার ৪২৪। এবারও প্রায় একই সংখ্যক আসনে শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।
চট্টগ্রাম জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সরকারি স্কুলের আসন সংখ্যা: চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণিতে শূণ্য আছে ১০টি আসন।
ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রভাতী শাখায় ১১৬টি ও দিবা শাখায় ১১৯টি এবং নবম শ্রেণির প্রভাতী ও দিবা শাখায় ৬০ করে মোট ১২০টি আসন খালি রয়েছে। সরকারি মুসলিম হাইস্কুলের পঞ্চম শ্রেণির প্রভাতী শাখায় ৫৯টি ও দিবা শাখায় ৬০টি, ষষ্ঠ শ্রেণির প্রভাতী ও দিবা শাখায় ৬০টি করে মোট ১২০টি এবং নবম শ্রেণির প্রভাতী ও দিবা শাখায় ৬০টি করে মোট ১২০টি আসন খালি রয়েছে।
চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণির প্রভাতী শাখায় ১১৪ ও দিবা শাখায় ১২০টি আসন, ষষ্ঠ শ্রেণির দিবা শাখায় ২০, সপ্তম শ্রেণির প্রভাতী শাখায় ১০ ও অষ্টম শ্রেণির প্রভাতী শাখায় ১০টি আসন খালি রয়েছে। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রভাতী শাখায় ১২০টি এবং দিবা শাখায় ১১৯টি আসন খালি রয়েছে। নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রভাতী শাখায় ৫৬টি, দিবা শাখায় ৫৮টি এবং ষষ্ঠ শ্রেণির প্রভাতী ও দিবা শাখায় ৬০টি করে মোট ১২০টি আসন খালি রয়েছে।
হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রভাতী শাখায় ৫৯ এবং দিবা শাখায় ৬০টি শূন্য আসন রয়েছে। চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রভাতী শাখায় ৫৯ ও দিবা শাখায় ৬০টি এবং ষষ্ঠ শ্রেণির প্রভাতী ও দিবা শাখায় ৬০টি করে মোট ১২০টি শূন্য আসন রয়েছে। সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রভাতী শাখায় ১১৮ এবং দিবা শাখায় ১২০টি শূন্য আসন রয়েছে।
বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রভাতী শাখায় (বালিকা) ৫৮টি, দিবা শাখায় (বালিকা) ৬০টি, ষষ্ঠ শ্রেণির প্রভাতী শাখায় (বালিকা) ৬০ ও দিবা শাখায় (বালক) ৬০টি, নবম শ্রেণির প্রভাতী শাখায় (বালিকা) ৬০টি এবং দিবা শাখায় (বালক) ৫৯টি শূন্য আসন রয়েছে।
এদিকে, ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন গ্রহণের ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোও বিজ্ঞপ্তি প্রকাশ শুরু করেছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দামপাড়া বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ শুধু নার্সারি শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাবে। নার্সারিতে প্রভাতি ও দিবা শাখায় ছয়টি সেকশনে ৩৬০টি আসন রয়েছে। ভর্তি ফরম বিতরণ শুরু হবে ১৭ নভেম্বর, শেষ হবে ১ ডিসেম্বর। ৩ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ফরম জমা নেওয়া হবে।
পাথরঘাটায় অবস্থিত সেন্ট প্লাসিডস স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। যাদের বয়স ছয় থেকে আট বছরের মধ্যে, তারাই আবেদন করতে পারবে। বিদ্যালয়ে টাঙ্গানো ভর্তির নোটিশে বলা হয়েছে, ১৭ নভেম্বর আবেদনপত্র বিতরণ শুরু হয়ে ২৬ নভেম্বর শেষ হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে বিতরণ। ১৮ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। আসন আছে ২৩০টি।
জামালখানের সেন্ট মেরীস স্কুলে নার্সারি ও কেজি শ্রেণিতে ভর্তির কার্যক্রম চলবে। ৯ নভেম্বর শনিবার থেকে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত আবেদনপত্র নেওয়া যাবে। জমা দিতে হবে ১৬ নভেম্বরের মধ্যে।
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে কেজি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণিতে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। ৬ নভেম্বর আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
অন্যদিকে, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১০ নভেম্বরের মধ্যে ভর্তির জন্য অনলাইন ও সরাসরি আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে, ১৪ নভেম্বরের মধ্যে সরাসরি বিদ্যালয়ে গিয়ে আবেদনপত্র জমা দেওয়া যাবে। ওয়েবসাইটে আরও বলা হয়েছে, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় শিক্ষার্থীর প্রবেশপত্রে উল্লেখ থাকবে।
চাটগাঁ নিউজ/ইউডি