পড়া হয়েছে: ৭৫
কাপ্তাই প্রতিনিধি: বন বিভাগের শুদ্ধাচার পুরস্কার পেলেন কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই রেঞ্জের রেঞ্জ অফিসার হিসাবে দায়িত্ব সঠিক ভাবে পালন করার জন্য বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ছালেহ মোঃ শোয়াইব খানের প্রস্তাবের ভিত্তিতে বন বিভাগের প্রধান বন সংরক্ষক তাঁকে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনিত করেন।
এদিকে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের দপ্তরে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ছালেহ মোঃ শোয়াইব খান রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ এর হাতে সনদপত্র এবং পুরস্কার তুলে দেন।
এসময় সহকারী বন সংরক্ষক (সদর) গঙ্গা প্রসাদ চাকমা ও কাপ্তাই সহকারী বন সংরক্ষক মাসুম আলম সহ সকল রেঞ্জ অফিসার এবং বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন ।