শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভর নতুন সিনেমা

বিনোদন ডেস্ক: নির্মাতা সোহানুর রহমান সোহানের ‘লাভলী: মন বোঝে না’ সিনেমার শুটিং শুরু হয়েছিল শ্রীলঙ্কাতে, ২০১৩ সালে। শুটিং শুরুর পর চিত্রনায়ক আরিফিন শুভ ও প্রযোজকের দ্বন্দ্বের কারণে সিনেমাটি ছেড়ে দেন পরিচালক। এরপর সিনেমার শেষ অংশের কাজ করেন শাহাদাৎ হোসেন লিটন। অবশেষে আলোর মুখ দেখছে ‘লাভলী: মন বোঝে না’। তবে সিনেমাটি পরিচালক ও প্রযোজকের দায়িত্বে নেই পুরোনো কেউ।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রে দেখা যাচ্ছে, ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন আয়েশা সিদ্দিকা। ১২ বছর পর এটি নতুন নামে মুক্তি পেতে চলেছে। এবার নাম রাখা হয়েছে ‘মন যে বোঝে না’। আগামীকাল শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে এটি।

সিনেমাটির মুক্তির খবর জানিয়ে পরিচালক আয়েশা সিদ্দিকা ফেসবুকে লিখেছেন, ‘ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায়, আয়েশা সিদ্দিকার পরিচালনায় আসছে এক হৃদয়ছোঁয়া রোমান্টিক ও পারিবারিক গল্প “মন যে বোঝে না”। মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর।’

বিষয়টি নিয়ে নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন জানান, সিনেমার কিছু অংশের কাজ শেষে তিনি সরে আসেন। পরে আয়েশা সিদ্দিকা এটি শেষ করেন।

জানা গেছে, সিনেমার মুক্তির খবর জানেন না কেন্দ্রীয় চরিত্রের অভিনয় করা তমা মির্জা ও আরিফিন শুভরা।

চিত্রনায়িকা তমা মির্জা বলেন, ‘সিনেমা মুক্তি সামনে রেখে আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। গণমাধ্যম থেকে মুক্তির খবর জেনেছি। এটি এক যুগ আগের সিনেমা।’

এই সিনেমায় আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, হাসান মাসুদ, মনিরা মিঠু, চৈতী, কাবিলাসহ অনেকে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top