শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।

শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরের বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাত ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।

তিনি জানান, বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার করেছি। আমরা বিস্তারিত পরে জানাবো।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top