শীতের তীব্রতায় কোথাও বসতে পারছি না: জয়া আহসান

বিনোদন ডেস্ক: চারদিকে হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ঢেকে আছে প্রকৃতি। শীতের তীব্রতায় সাধারণ মানুষের মতোই জবুথবু অবস্থা জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। তবে এই কনকনে ঠান্ডা থেকে স্বস্তি পেতে একেবারেই ভিন্ন পথ বেছে নিয়েছেন তিনি।

আধুনিক ড্রয়িংরুমের আরামদায়ক সোফা ছেড়ে জয়া এখন সময় কাটাচ্ছেন বাড়ির মাটির রান্নাঘরে। আগুনের উষ্ণতা নিতে নিতে সেখানেই সেরে নিচ্ছেন দুপুরের রান্না। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী, যা ইতোমধ্যে ভক্তদের নজর কেড়েছে।

ভিডিওতে দেখা যায়, শীত মোকাবিলায় মোটা জ্যাকেট, মাথায় টুপি ও পায়ে মোজা পরেও ঠান্ডায় কাঁপছেন জয়া। ঠান্ডা থেকে বাঁচতে তিনি ভরসা করেছেন বাড়ির ঐতিহ্যবাহী মাটির চুলার ওপর।

ভিডিওতে জয়া আহসান বলেন, তিনি খুব একটা রান্না জানেন না। তবে তাদের বাড়িতে থাকা মাটির রান্নাঘরে শীতকালে চুলায় বসে থাকা ও সামান্য রান্না করতেই তার ভালো লাগে। তার ভাষায়, চারপাশে এত ঠান্ডা যে আর কোথাও বসা যাচ্ছে না, শুধু এই রান্নাঘরেই স্বস্তি পাওয়া যায়।

তিনি আরও জানান, মাটির চুলায় রান্না করা খাবারের স্বাদ আলাদা, আর আগুনের উষ্ণতায় বসে থাকাটাও বেশ আরামদায়ক ও আনন্দের।

ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন জয়া আহসান। অনেক ভক্তই মন্তব্য করেছেন, একজন বড় মাপের তারকা হয়েও শেকড়ের সঙ্গে এমন সহজ-সরল সম্পর্ক সত্যিই প্রশংসনীয়। আবার কেউ কেউ মাটির চুলায় রান্না করা খাবারের স্বাদ আর শীতের দিনের পুরোনো স্মৃতির কথা তুলে ধরেছেন মন্তব্যে।

শীতের এই অলস দুপুরে জয়ার এমন ঘরোয়া ও স্বাভাবিক উপস্থিতি ভক্তদের কাছে নিঃসন্দেহে এক ভিন্ন মাত্রার আনন্দ এনে দিয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top