চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধা বঞ্চিত ভবঘুরে মানুষের জন্য সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) নতুন রেলস্টেশন প্রাঙ্গণে এ কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।
কর্মসূচি আওতায় প্রথম পর্যায়ে ৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। রাত ৮টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম গভীর রাত পর্যন্ত চলেছে। শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আগামী সাত দিনও চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেন, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘ ২৬ বছরের একটি সংগ্রামের নাম। দেশের যেখানে যেখানে সংকট হয়েছে আমরা পাশে দাঁড়াতে পেরেছি, এটি আল্লাহর অশেষ রহমত। আমরা একটি বাসযোগ্য ও মানবিক সমাজ চাই।
প্রধান অতিথি বিজিএম এর পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক সাইফুল্লাহ মনসুর বলেন, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সকল কর্মকাণ্ড আমাদের সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। জাতি, ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ চাই, যেখানে সবাই সুখে ও নিরাপদে থাকবে। সোসাইটির কর্মীরা ২৫ বছর ধরে সেই লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে।
কর্মসূচির যৌথ তত্ত্বাবধানে ছিলেন বাওসোর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী আমান উল্লাহ দৌলত এবং সাংগঠনিক সম্পাদক স্বপন বড়ুয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুস ছবুর, সমাজকর্মী জুয়েল শিকদার, বাওসোর কেন্দ্রীয় সদস্য মো. আবু নাসের সাহেদ, মুহাম্মদ মাসুদ, আতুল চৌধুরী, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ আকিব এবং আইটি এক্সপার্ট এএইচএম হারুন প্রমুখ।
চাটগাঁ নিউজ/এমকেএন







