শীতকালে বৃষ্টির শংকা !

চাটগাঁ নিউজ ডেস্ক: পৌষ মাস শুরু হওয়ার সাথে সাথেই শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। আবার এমন শীতে দেশজুড়ে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ বঙ্গোপসাগরে মধ্যাঞ্চলে একটি সুষ্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে শুক্রবার ২০ ডিসেম্বর থেকে পরবর্তী তিন দিন বৃষ্টির আভাস দিয়েছে অধিদপ্তর।

এদিকে, বুধবার (১৮ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ২০ ডিসেম্বর সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস আরো বলছে— শুক্রবারের বৃষ্টির পর তাপমাত্রা কমে বাড়তে পারে শীতের প্রকট। যদিও চট্টগ্রামে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তাপমাত্রা নেমে আসবে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে।

অন্যদিকে, চট্টগ্রামের স্থানীয় পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা সামান্য বাড়বে ও দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সেই সঙ্গে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এই বিষয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ও পূর্বাভাস কর্মকর্তা উজ্জ্বল কান্তি পাল বলেন, আজ ও আগামীকাল আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কিন্তু বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হওয়ায় এর প্রভাবে শুক্রবার থেকে চট্টগ্রামে বৃষ্টি ঝরতে পারে। এই বৃষ্টির পরই শীতের তীব্রতা বাড়বে এখানে।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top