শিল্প এলাকা ইসলামপুরে উল্টে গেল লবণ বোঝাই ট্রাক

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের শিল্প নগরী ঈদগাঁও উপজেলার ইসলামপুরে লবণ বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে গেছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ছেনুয়ারা সল্ট থেকে লবণ ভর্তি করে বের হওয়ার পথে সড়ক থেকে ছিটকে পড়ে ট্রাকটি। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

স্থানীয়ভাবে জানা যায়, ইসলামপুর থেকে লবণ বোঝাই ট্রাকটি মিল থেকে বের হয়ে নাপিতখালীর দিকে যাচ্ছিল। ঘটনারদিন শনিবার বিকেলে ট্রাকটি দুর্ঘটনাস্থল এলাকায় পৌঁছালে উল্টে সড়কের পাশে খালে পড়ে যায়। এ ঘটনায় ট্রাক ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।

ইসলামপুর মিল মালিক সমিতির সভাপতি শামসুল আলম জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। মূলত মূল সড়ক থেকে ফুটপাত অনেক নিচু হওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে।

লবণ ও গাড়ির আংশিক ক্ষতি হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, গাড়ির চাকা পিছলে মূল সড়ক থেকে ফুটপাতে পড়ে যাওয়াতে ঘটছে দুর্ঘটনা। ফুটপাত উচু করা হলে সড়কে দুর্ঘটনা অনেক কমবে বলেও জানান তিনি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top