চাটগাঁ নিউজ ডেস্ক : আমদানি করা শিল্পের কাঁচামাল বন্দর থেকে খালাসে সাময়িক ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। খালাসে বিলম্ব এড়াতে সংস্থাটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে বিএসটিআইয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সম্পাদক মঈনুদ্দীন মিয়া’র পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
সরকারি সিদ্ধান্তে দেশে বর্তমানে মোট ২৯৯টি পণ্য বিএসটিআইয়ের বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত। এসব পণ্যের মধ্যে আমদানি নীতি আদেশ অনুযায়ী, ১৭৫ ক্যাটাগরির ৭৯টি পণ্য বন্দর থেকে খালাসের আগে বিএসটিআইয়ের ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতা আছে। বিএসটিআই মান পরীক্ষা করে চূড়ান্ত ছাড়পত্র দিলে সেটা কাস্টমসে দাখিলের পর ৭৯টি পণ্য বন্দর থেকে খালাসের অনুমোদন মিলতো।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিল্পের কাঁচামাল সরাসরি বাজারে বিক্রয়-বিতরণ করা হয় না। এজন্য আমদানি করা এসব পণ্যের খালাস সহজ করতে শর্তসাপেক্ষে সাময়িক ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসটিআই। এ ক্ষেত্রে আমদানিকারক প্রতিষ্ঠানকে তার আমদানি করা কাঁচামাল শিল্পে ব্যবহারের উপযুক্ত প্রমাণ দাখিল করতে হবে। যে গুদামে কাঁচামাল সংরক্ষণ করা হবে, তার পূর্ণাঙ্গ ঠিকানা উল্লেখ করে যে বন্দরের মাধ্যমে পণ্য আমদানি করা হয়েছে সেই বন্দর সংশ্লিষ্ট বিএসটিআই অফিসে সাময়িক ছাড়পত্র নেওয়ার আবেদন করতে হবে। একইসঙ্গে আমদানি করা পণ্যের নমুনা বিএসটিআইয়ের ল্যাবরেটরিতে জমা দিয়ে পরীক্ষণ ফি ও ছাড়পত্র ফি (অফেরতযোগ্য) পরিশোধের রশিদ সংস্থাটির সংশ্লিষ্ট কার্যালয়ে জমা দিতে হবে। এরপরই মিলবে খালাসের জন্য সাময়িক ছাড়পত্র।
তবে খালাস করা হলেও চূড়ান্ত ছাড়পত্র না পাওয়া পর্যন্ত গুদামে সেই পণ্য সংরক্ষণ করতে হবে। অন্যথায় বিএসটিআই আমদানিকারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট আমদানিকারকের অনুকূলে আর কোনো সাময়িক ছাড়পত্র দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ