নিজস্ব প্রতিবেদক: নগরজুড়ে বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলা বর্ষবরণ উৎসব। আর এই উৎসবকে আরো রাঙিয়ে দিতে রং-তুলি হাতে হাজির হয়েছেন চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তাদের রং-তুলির ছোঁয়ায় শিশু-কিশোরদের বর্ষবরণ উৎসব যেন দ্বিগুণ হয়ে উঠছে।
সরেজমিনে দেখা যায়, সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই সিআরবির শিরিষ তলায় লেগেছে দর্শনার্থীদের ঢল। কিছু দূর পরপর লক্ষ করা যায় রং-তুলি ও বোর্ড নিয়ে দাড়িয়ে আছে একঝাক কিশোর। তাদের দেখেই বাচ্চারা যেন আনন্দে পূলকিত। বাবা-মায়ের কাছে বাচ্চাদের জোর আবদার, হাতে-মুখে আল্পনা আকঁবেই।
বাবা-মায়ের সাথে সিআরবি’তে ঘুরতে আসা ছয় বছরের নাফিসা উচ্ছাসের সাথেই বলছিল, দেখো আমি মুখে রং দিয়েছি। লিখা ছিল “শুভ নববর্ষ”- এতেই যেন তার সন্তুষ্টি।
নাফিসার বাবা মুস্তাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, বাচ্চাদের আনন্দতেই আমার আনন্দ। তাদের জন্যেই তো এতো কিছু।
জানতে চাইলে তিনি বলেন, এ বছরের নববর্ষ আগের তুলনায় অনেকটা ভিন্ন। দর্শনার্থী কম হওয়ায় চাপ ক্ষানিকটা কম। তাই পরিবার নিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে ঘুরতে পারছেন পরিবার নিয়ে।
কথা হয় রং-তুলি ও বোর্ড হাতে দাড়িয়ে থাকা অনিকের সাথে। তিনি বলেন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করেই আমরা রং-তুলি নিয়ে বের হই। রং আমার পেশা নয়- এটা নেশা। আমার এ কাজ করতে বেশ ভালো লাগছে। বাচ্চাদের আনন্দ দেখে আমরা নিজেরাও বেশ আনন্দ পাই।
চাটগাঁ নিউজ/এইচএস/এমকেএন