শিল্পপতি শওকত ও স্ত্রী-সন্তানের বিরুদ্ধে পরোয়ানা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে ৩০ বছর ধরে ৬৭ কোটি টাকার ঋণখেলাপি মামলায় শিল্পপতি শওকত হোসাইন চৌধুরী ও তাঁর স্ত্রী-সন্তানকে পাঁচ মাসের সাজা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযুক্তরা আলহাজ অয়েল মিলস লিমিটেডের মালিক।

মঙ্গলবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এ সাজা দেন। দণ্ডিত অন্যরা হলেন– শওকতের স্ত্রী প্রতিষ্ঠানটির এমডি মারুফা বেগম ও ছেলে পরিচালক আকবর হোসেন চৌধুরী।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, ৩০ বছর ধরে ওই ঋণ পরিশোধ না করায় তিনজনের বিরুদ্ধে দেওয়ানি আটকাদেশ ও পরোয়ানার আবেদন করে জনতা ব্যাংক। শুনানি শেষে আদেশে উল্লেখ করা হয়, ঋণ পরিশোধ না করায় ২০০৬ সালে অর্থঋণ মামলা করেন ব্যাংকটির লালদীঘি শাখা। ওই মামলায় ২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর ১২ শতাংশ সুদসহ ডিক্রি জারি করেন আদালত।

৬০ দিনের মধ্যে ৪৬ কোটি ৩৬ লাখ টাকা পরিশোধ করতে নির্দেশ আসে। নিদিষ্ট সময়ে অর্থ পরিশোধ না করায় ২০১০ সালের ২০ এপ্রিল সুদ-আসলে ৬৭ কোটি ৮২ লাখ টাকা আদায়ের দাবিতে জারি মামলা করেন। ঋণখেলাপিরা যে সম্পদ বন্ধক রেখেছিলেন, তা নিলামে বিক্রির জন্য দু’বার পত্রিকায় দরপত্র আহ্বান করা হয়। কিন্তু ক্রেতা পাওয়া যায়নি।

সম্প্রতি আবার নিলামে বিক্রির উদ্যোগ নিলে ঋণখেলাপিরা হাইকোর্টে গিয়ে স্থগিতাদেশ নিয়ে আসেন। অবশেষে গতকাল আসামিদের সাজার রায় ঘোষণা হলো।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top