ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোজাম্মেল হক চৌধুরী ঘোষণা দিয়েছেন উপজেলার কোনো প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন আনতে পারবে না।
তিনি বলেন, বিষয়টি বাধ্যতামূলকভাবে বাস্তবায়নের জন্য শিগগিরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি ইস্যু করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করবেন। অভিভাবক সমাবেশে সচেতনতা সৃষ্টি করতে হবে।
শুধু মোবাইল নয়, ইউএনও আরও ঘোষণা দেন কোনো শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে স্কুল বা কলেজে আসতে পারবে না এবং অভিভাবকরা ইন্টারমিডিয়েট পর্যায় পর্যন্ত সন্তানদের হাতে মোটরসাইকেল তুলে দেবেন না। যদি কেউ নিয়ম ভঙ্গ করে, তবে প্রতিষ্ঠান প্রধান সরাসরি উপজেলা প্রশাসনকে জানাবেন, এবং সংশ্লিষ্ট অভিভাবককে ডেকে এনে শুনানি করা হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) প্রকল্পের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা।
বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার একরামুল হক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ মাসুদ, আহমেদ আলী চৌধুরী, অধ্যক্ষ খোরশেদুল আলম, শিক্ষক মো. কামরুল হায়দার, মির্জা মো. বখতিয়ার উদ্দীন, আ.ও.ম ফারুক হোসাইন, তৌহিদুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম ও জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেরা পারফরম্যান্সের ভিত্তিতে ১৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন