শিক্ষকের বেত্রাঘাতে শিক্ষার্থী গুরুতর আহত

চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সহকারী শিক্ষক বেত্রাঘাতে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) জেলার মাটিরাঙ্গা পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটনা।

আহত শিক্ষার্থীর নাম সায়মন ইসলাম (৮)। এই ঘটনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষিক রহিমা বেগমকে অভিযুক্ত করা হয়। আহত শিক্ষার্থী সায়মন মাটিরাঙা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এই নিয়ে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মানজিলা সুলতানা। তিনি বলেন, শিক্ষাঙ্গনে বেত নিষিদ্ধ হওয়া স্বত্বেও এহেন বেত্রাঘাত নির্মমতার পরিচায়ক। তিনি ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসা এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে কথা দেন।

এই ঘটনায় শিক্ষার্থীর চাচা জাকির হোসেন জানান, ঘটনার দিন বিদ্যালয়ে পড়া সম্পন্ন করতে না পারায় সায়মনকে বেত দিয়ে বেদম প্রহার করেছেন সহকারী শিক্ষক রহিমা। সায়মন এর পিঠে, কোমরে বেত্রাঘাতের জখম হয়েছে।

পলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আক্তার বলেন, ইতোমধ্যে এই ঘটনার প্রেক্ষিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা, এলাকাবাসী স্কুলে এসেছেন। আমরা বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছি।

খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, আমি এই বিষয়ে কিছু জানি না। তবে খবর নিব কীভাবে এই ঘটনা ঘটেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top