শিকড় নামের একটি সিনেমায় চঞ্চল-ফারিণ

বিনোদন ডেস্ক: বর্তমানে কলকাতায় অবস্থান করছেন বাংলাদেশের জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ। সম্প্রতি নির্মাতা ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন চঞ্চল। আর ফারিণও সেখানে গিয়েছেন নতুন সিনেমার আলোচনায়।

গত মঙ্গলবার (২১ অক্টোবর) মুক্তিপ্রাপ্ত কোয়েল মল্লিক-কৌশিক সেন অভিনীত ‘স্বার্থপর’ সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে দেখা গেছে চঞ্চল-ফারিণকে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরীর একটি সিনেমায় দেখা যাবে তাদেরকে। চলছে আলোচনা ও প্রস্তুতি।

মূলত অভিনেত্রী কোয়েল মল্লিকের ডাকেই স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হন তারা। তবে তাদের উপস্থিতি নতুন সিনেমার জল্পনা ছড়িয়ে দিয়েছে।

এক প্রশ্নে চঞ্চল চৌধুরী বলেন, ‘আসলে আমরা কেউ জানতাম না দুজনেই কলকাতায় আছি, পুরোটাই কাকতালীয়, ও (ফারিণ) জানত না আমি এখানে এবং আমিও জানতাম না ও এখানে। টোনিদা অর্থাৎ অনিরুদ্ধ রায়চৌধুরীর সঙ্গে আমি একটি মিটিং করার জন্য কলকাতায় আসি। এছাড়াও ছবির শুটিং তো আছেই। আবার ও (ফারিণ) এখানে টোনিদার সঙ্গে মিটিং করতে আসে। দুজনেই যাওয়ার পর দেখা হয় এবং তখন জানতে পারি দুজনেই এখানে আছি। ব্যাপারটা বেশ মজার।’

বাংলাদেশি দুই তারকা যখন একসঙ্গে মিটিংয়ে ছিলেন, তবে কি এবার অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় দুজনকে একই সিনেমায় দেখতে পাবেন দর্শকেরা? এমন প্রশ্নে চঞ্চল বলেন, ‘সেটা এখনও জানি না। তবে কথাবার্তা চলছে। আশা করি আমরা একসঙ্গে কাজ করব।’

সরাসরি কিছু না বললেও তাদের মধ্যে যে নতুন সিনেমা নিয়ে কথা হয়েছে, তা বোঝা গেল অভিনেতার কথার মাঝেই। এছাড়াও একই পরিচালকের সঙ্গে একই সময়ে সাক্ষাতও ইঙ্গিত দেয় যে, সব ঠিক থাকলে অনিরুদ্ধ রায়চৌধুরীর আগামী সিনেমাতে কাজ করছেন চঞ্চল-ফারিণ।

এর আগে, ঢালিউডের জয়া আহসানকে নিয়ে ‘ডিয়ার মা’ বানিয়েছিলেন অনিরুদ্ধ রায়চৌধুরী। গত ১৮ জুলাই সিনেমাটি মুক্তি পাওয়ার পর দর্শকদের বেশ প্রশংসা কুড়িয়ে নেয়।

ইতিমধ্যে টালিউডের একাধিক সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল। অন্যদিকে, দর্শকরা তাসনিয়া ফারিণকে প্রথমবার দেখেন অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’তে। আর চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণকে এর আগে একসঙ্গে দেখা গিয়েছিল সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ওয়েব সিরিজ ‘কারাগার’-এ। হইচই প্ল্যাটফর্মের এই সিরিজ এপার-ওপার দুই বাংলাতেই জনপ্রিয়তা পায়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top