চাটগাঁ নিউজ ডেস্ক: দুবাই থেকে আসা একটি ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই এক যাত্রীর কাছ থেকে প্রায় ১২০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিয়ম বহির্ভূতভাবে স্বর্ণ বহনের অভিযোগে বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির সময় এ স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি জানান, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-148 ফ্লাইটে আগত যাত্রী মো. আবু জাহেদের ইউ-বাগেজ কার্গো টার্মিনালে স্ক্যানিংয়ের সময় স্বর্ণসদৃশ বস্তু শনাক্ত করা হয়। রাত সাড়ে আটটার দিকে স্ক্যানিংয়ে সন্দেহজনক বস্তু ধরা পড়লে পরবর্তী সময়ে যাচাই-বাছাই করা হয়।
পরে রাত সাড়ে বারোটার দিকে স্বর্ণকারের মাধ্যমে যাচাই করে নিশ্চিত হওয়ার পর ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম অনুযায়ী স্বর্ণগুলো আটক করা হয়।
আটককৃত স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৫৯ হাজার ৯২০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিঅ্যান্ডএফ এজেন্টের উপস্থিতিতে উদ্ধার করা স্বর্ণালংকারগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন







