চাটগাঁ নিউজ ডেস্ক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ত্র মামলায় ২৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও একাধিক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মো. আব্বাস উদ্দিন নামে এই আসামিতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আব্বাস উদ্দিন রাউজান উপজেলার পূর্ব গুজরা এলাকার কোরআন মঞ্জিল বাড়ী মৃত হোসনুজ্জামানের ছেলে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, মো. আব্বাস উদ্দিন একে–৪৭ উদ্ধারের মামলায় ২৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়া রাঙ্গুনিয়া থানার মোহরম হত্যা মামলাসহ তাঁর বিরুদ্ধে মোট চারটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন তিনি সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আত্মগোপনে ছিলেন।
তিনি আরও জানান, তদন্তে তাঁর হেফাজত থেকে একটি একে–৪৭ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, ১০৫ রাউন্ড গুলি, ১০টি ম্যাগাজিন ও ৯টি গুলির খোসা উদ্ধার করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। মামলার বিচার শেষে আদালত তাঁকে সাজা প্রদান করেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ







