শাহ আমানত বিমানবন্দরে আড়াই কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান থেকে ২ কেজি ৩৩০ গ্রাম (২৪ ক্যারেট) স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজারমূল্য ২ কোটি ৬০ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এসব স্বর্ণ উদ্ধার করে। এ সময় একজন যাত্রীকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

উদ্ধারকৃত স্বর্ণের চালানটি বিমানবন্দর শুল্ক গোয়েন্দার নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় শুল্ক গোয়েন্দা কর্তৃক ফৌজদারী মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে তদন্তের স্বার্থে আটককৃত ব্যক্তির পরিচয় গোপন রাখা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top