চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নি নিরাপত্তা মহড়া সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার অংশগ্রহণে এই মহড়া সম্পন্ন হয়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, দুর্ঘটনা মোকাবেলায় এই ধরনের প্রশিক্ষণের প্রয়োজন। তাই বছরে একবার অগ্নি মহড়ার আয়োজন করা হয়।
কাল্পনিক একটি দুর্ঘটনায় নেপচুন এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণকালে আগুন ধরে যায়। জরুরিভিত্তিতে ছুটে আসে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ট্রাক৷ মহড়ায় বেবিচক, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, র্যাব, এপিবিএন, সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রাম, বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্র, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা, এয়ার এস্ট্রা এবং নভোএয়ারসহ বিভিন্ন সংস্থা একযোগে অংশ নেয়। এভাবে বিমানবন্দরে দুর্ঘটনা প্রতিরোধে অগ্নি মহড়া অনুষ্ঠিত হয়।
চাটগাঁ নিউজ/এসএ