নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ মোকসুদ আহমেদ নামে বিদেশফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। এ সময় তার সাথে থাকা ব্যাগেজ স্ক্যানিং করে আনুমানিক ১ কোটি ৭ লাখ টাকা সমমূল্যের স্বর্ণ উদ্ধার ও জব্দ করা হয়।
সোমবার (৭ এপ্রিল) সকাল ৭ টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার আরাবিয়ার ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছান ওই যাত্রী। আটককৃত মোহাম্মদ মোকসুদ আহমেদ সাতকানিয়া উপজেলার আব্দুল খালেকের ছেলে।
কাস্টমস সূত্রে জানা যায়, মোহাম্মদ মোকসুদ আহমেদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিমানবন্দরে থাকা কর্মকর্তা ও দায়িত্বরত কাস্টমস টিমের উপস্থিতিতে তার ব্যাগেজ সমূহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে অভিনব কায়দায় লুকানো অবস্থায় বিভিন্ন আকারে স্বর্ণপিন্ড ও স্বর্ণবার উদ্ধার করা হয়।
এ ব্যপারে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ওই যাত্রী নিজের সাথে করে অভিনব কায়দায় হাতঘড়ির চেইন, মোবাইলের এডাপ্টারের ভেতর ও এয়ারপডের ভেতর লুকিয়ে প্রায় কোটি টাকা মূল্যের স্বর্ণ নিয়ে আসছিল। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করে এই সকল স্বর্ণ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গোল্ডবার গুলোকে কালার করে আনায় সেগুলো নিশ্চিত করতে এক্সপার্ট এনে সমস্ত প্রক্রিয়া শেষ করতে যথেষ্ট সময় ব্যয় হয়েছে।
তিনি জানান, উদ্ধারকৃত স্বর্ণালংকার বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এইচএস/এমকেএন