শাহ আমানতে আটকা পড়ে এয়ার এরাবিয়ার ফ্লাইট : রক্ষা পেল ১৭৫ যাত্রী

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট অবতরণের সময় রানওয়েতে আটকে গেছে।

এয়ার ক্রাফটের ব্রেকে হাইড্রোলিক ত্রুটি দেখা দেয়ায় বিশেষ ব্যবস্থায় জরুরি অবতারণ করে। এতে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল উড়জাহাজে থাকা ১৭৫ যাত্রী।

আজ শুক্রবার (১০ মে) সকাল ৮টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় যাত্রীদের কোন ক্ষতি হয়নি। বিমান বন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক ছিল।

বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বলেন, এয়ার এরাবিয়ার ফ্লাইটটিতে হাইড্রোলিক সমস্যা দেখা দেয়। এ সময় পাইলট দক্ষতার সাথে অবতরণ করান রানওয়েতে। ১৯১ জন যাত্রী ও সাতজন ক্রুর সবাই নিরাপদে আছেন। বিমা বন্দরে ফ্লাইট ওঠানামাও বিঘ্নিত হয়নি।

বিমান বন্দরের সংশ্লিষ্টরা জানান, ফ্লাইটটি অবতরণের সময় হাইড্রোলিক প্রেসার সম্পর্কিত কিছু ত্রুটি ধরা পড়ে। এরপরও বিমানটি স্বাভাবিকভাবে অবতরণ করে। তবে রানওয়ের মাঝপথে আটকে থাকে। পরে রানওয়ে থেকে টেনে নিয়ে যাওয়া হয় নিরাপদ জায়গায়। এখন এটির হাইড্রোলিক সমস্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top